কমলগঞ্জে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ফুলেল শুভেচ্ছায় সিক্ত ও চা শ্রমিকদের মধ্য শীতবস্ত্র বিতরণ

6

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
মহান জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ নিজ নির্বাচনী এলাকায় আসলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), কমিটি পুনর্গঠন, আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
৩০ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল মিশন রোডের নিজ বাসভবন থেকে কমলগঞ্জ উপজেলায় পৌঁছলে ভানুগাছ চৌমুহনা চত্বরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিকেলে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে সাবারী টি প্ল্যান্টেশন ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।