জাতীয় পার্টির সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক (প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব) এ.টি.ইউ তাজ রহমান এবং সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন- তৃনমূল জাতীয় পার্টি কমিটি গঠন করে কতিপয় ব্যক্তি এক সংবাদ সম্মেলনে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে তারা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে বিভিন্নজনের চরিত্র হনন, অসত্য ও বানোয়াট বক্তব্য প্রচারে সচেষ্ট হয়েছেন। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই -তৃণমূল জাতীয় পার্টি বলে সংগঠনের কোনো অঙ্গ ও সহযোগী সংগঠন নেই। জাপায় পার্টির ব্যনারের সাথে সামঞ্জস্য রেখে ভুঁইফোড় সংগঠনের অস্তিত্ব জাপায় স্বীকৃত নয়। তারা সংগঠনবিরোধী। প্রতিক্রিয়াশীল কতিপয় রাজনৈতিক সংগঠনের এজেন্টরা জাপার ভাবমুর্তি নষ্ট করার জন্য এ রকম কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তাদের থেকে সতর্ক থাকার জন্য জাপার সকল স্তরের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়ে তারা বলেন- পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি পার্টির প্রয়াত চেয়ারম্যান এর সংগঠন জাতীয় পার্টির নিয়ম শৃঙ্খলার বাইরে যারা কোনরূপ কর্মকান্ডে জড়িত হবে তারা কোন অবস্থাতেই দলের লোক নয়। তারা দলের শত্র“দের অশুভ ইন্ধনে নানা অপপ্রচার চালিয়ে দলের সমূহ ক্ষতির উদ্দেশ্যে এরকম কর্মকান্ডে লিপ্ত হয়েছে। তাদের এই কর্মকান্ডের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে।
আগামী ১৪ মার্চ সম্মেলন সম্পর্কে তারা বলেন- নির্ধারিত সময়ে পার্টির চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় উপনেতা জি.এম. কাদের এমপি ও বিরোধীদলীয় চীফ হুইপ পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা এমপিসহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের উপস্থিতিতে রেজিষ্টারী মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সভাসমাবেশ করে এবং বিভিন্ন উপজেলা শহরের মাধ্যমে জেলা নেতৃবৃন্দ সম্মেলন সফল করার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বিঘœ সৃষ্টিকারী কেউ কোন প্রকার অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এখানে উল্লেখ্য পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের সমালোচনা করা, বিরোধীতা করা কিংবা সিদ্ধান্ত যারা অমান্য করবে তারা দলে থাকতে পারবে না। তারা আরও উল্লেখ করেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি চেয়ারম্যান থাকাকালীন দল থেকে বহিস্কৃত কিছু লোক এ সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন, বক্তব্য প্রদান করেন এবং প্রশ্নের উত্তর দেন। যা অত্যন্ত গুরুতর চক্রান্তের শামিল। বিজ্ঞপ্তি