বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ উপলক্ষে নিম্নবিত্ত-শ্রমজীবী মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী চিনি, ময়দা, সেমাই, দুধ, তেল, প্রভৃতি বিতরণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, সদর উপজেলা সমন্বয়ক শাহজান আহমদ, কৃষক ফ্রন্টের রুমন বিশ্বাস, শ্রমিক ফ্রন্টনেতা মামুন বেপারি, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর রোধে সরকার শুরুতে কার্যকর ভূমিকা গ্রহণ করেনি। ফলে করোনা আজ মহামারী আকার ধারণ করেছে। একই ভাবে বন্যার আগাম সতর্কতা সত্ত্বেও সরকারের পৃর্বপ্রস্তুতি না থাকায় বানভাসী মানুষে সীমাহীন দুর্ভোগ পড়েছে। ফলে দেশে নিম্নবিত্ত-শ্রমজীবী মানুষ মানবেতর জীবন যাপন। নেতৃবৃন্দ, বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি