আইনজীবীর সহকারীর প্রচেষ্টায় নিজ দেশে ফিরলেন মৌলভীবাজারের রোহিদাস

17

মৌলভীবাজার সংবাদদাতা

মায়ের সঙ্গে অভিমান করে বেরিয়ে পড়েছিলেন ভারতীয় নাগরিক রোহিদাস সরকার (১৮)। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর আদালত তাকে ৩ মাস ২০ দিনের কারাদÐ দেন। কিন্তু এ রায় ঘোষণার আগেই সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তার। তারপরও ১৫ মাস ধরে কারাগারে আটক ছিলেন রোহিদাস। ফিরতে পারছিলেন না নিজ দেশে স্বজনদের কাছে। ঘটনাটি জানার পর এগিয়ে আসেন মৌলভীবাজার আদালতের এক আইনজীবীন সহকারী আজাদ মিয়া (২০)। শনিবার (২৩ ডিসেম্বর) সকল আইনি প্রক্রিয়া শেষ করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের কাছে রোহিদাসকে হস্তান্তর করে বাংলাদেশ সরকার। দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি নানাভাবে চেষ্টা চালিয়েছেন আজাদ মিয়া। রোহিদাসের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে ছুটে গেছেন ভারতেও। আজাদ মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্রিউলি গ্রামের বাসিন্দা।