স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে করোনায় স্বাস্থ্যবিধি না মানায় ১৫ ব্যক্তিকে ৯ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছে র্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। সোমবার (৫ এপ্রিল) যৌথ অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করা হয়।
র্যাব জানায়, সোমবার বেলা ২ টা হতে বিকেল ৫টা পর্যন্ত র্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফর রহমান এবং সৈয়দ মোঃ ইব্রাহিম, আমেনা খাতুন এবং শাহজহুরুল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ ও শামসুদ্দিন মোঃ রেজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পৃথক অভিযান পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ (২) ধারা অমান্য করায় ১৫ জন ব্যক্তিকে ৯ হাজার ৯০০ টাকা জরিমান করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।