একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক বলেছেন সিলেট বিভাগে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন। অতীত ভুলে গিয়ে বর্তমান ও আগামীর কথা বিবেচনা করে সংশোধন, সংযোজন ও পরিবর্তনের মধ্যদিয়ে দলকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, শেখ হাসিনা নির্বাচনে বিজয়ী হওয়ার পর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা জতির সম্মুখে দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে আজ যে আন্দোলন চলছে সেটা অন্য কারো বিরুদ্ধে না, সেটা আত্মশুদ্ধির আন্দোলন আওয়ামী লীগকে সুসংগঠিত করা জন্য, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। তাই দুর্নীতিবাজদের দলে কোন পদ দেওয়া হবে না। মাদক সেবি মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজি, জমিদখলের সাথে জড়িত তাদের ব্যাপারে আমাদেরকে তথ্য দিবেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন, রেজাউল করিম শামীম, এডভোটে অবণী মোহন দাস, সাধারণ সম্পাদক এনামুল করিব ইমন, পৌর মেয়র নাদের বখত, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।