কুলাউড়ায় বিজিবি’র অভিযানে ৩ লাখ ভারতীয় অবৈধ নাসির বিড়ি ও ব্যবহৃত ২টি নৌকা আটক

39

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ্ইউনিয়নের হান্তকোনা গ্রামের মনুনদী দিয়ে নৌকা যোগে পাচারকালে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ লাখ ৭৫ হাজার ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি ও বিড়ি পাচারে ব্যবহৃত দু’টি নৌকা আটক করেছে। বুধবার ভোররাতে দত্তগ্রাম ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হাই আখন্দ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা এসব বিড়ি আটক করেন।
বিজিবি দত্তগ্রাম বিওপি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযানের সময় বিড়ি পাচারকারী ব্যবসায়ীরা নৌকা ও বিড়ি ফেলে পালিয়ে যায়। এ সময়ে দু’টি নৌকা থেকে ৩ লক্ষ ৭৫ হাজার নাসির বিড়ি উদ্ধার করা হয়। পরে বিড়ি পাচারে ব্যবহৃত নৌকা দু’টি আটক করা হয়।
অভিযানে ৩ লাখ ৭৫ হাজার ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি ও দু’টি নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে বিওপি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মো. আব্দুল হাই আখন্দ বলেন, বিড়ি ও নৌকার বাজার মূল্য হবে প্রায় ১০ লক্ষ ১৭ হাজার পাঁচশত টাকা।