কাজিরবাজার ডেস্ক :
ব্রিটেনের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের উহান শহরেই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমপক্ষে পাঁচ লাখ হয়ে থাকতে পারে। প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন, নতুন এই করোনা ভাইরাসের প্রাণকেন্দ্র উহানের অনেক বাসিন্দা সংক্রমিত হলেও তারা তা জানেন না। ফলে আগামী দিনগুলোতে উহানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে যেতে পারে। খবর ব্লুমবার্গ ও সাউথ চায়না মর্নিং পোস্টের।
চীনের ওই মেগাসিটিতে গত বছরের শেষদিকে ২০১৯-এনকভ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সংক্রমণ ব্যাপক আকার ধারণ করায় গত ২৩ জানুয়ারি অবরুদ্ধ ঘোষণা করে উহানের এক কোটি ১০ লাখ মানুষের চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়। প্রত্যেক দিন যে গতিতে ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, মহামারিসংক্রান্ত বিদ্যার গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে সেই সংখ্যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশাল আকার ধারণ করতে পারে বলে আভাস দিয়েছে লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন। লন্ডন স্কুলের সংক্রামক ব্যাধি মহামারী বিষয়ের সহযোগী অধ্যাপক এ্যাডাম কুচারস্কি বলেছেন, বর্তমান প্রবণতা ধরে নিয়ে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে উহানে কতসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন, সে ব্যাপারে একটি প্রতিবেদন তৈরিতে এখনও কাজ করছি। তিনি বলেন, এই সংক্রমণ যখন মহামারী আকার ধারণ করবে তখন প্রতি ২০ জনের মধ্যে একজন নতুন করে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকবেন। তবে সামনের দিনগুলোতে সংক্রমিত হওয়ার ধরন বদলে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের এই অধ্যাপক।