পিপি হায়দার হত্যা মামলায় জেএমবির ৫ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

17

কাজিরবাজার ডেস্ক :
ঝালকাঠি আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) হায়দার হোসাইন হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আবেদন) গ্রহণ এবং আসামিদের আপিল, জেল আপিল খারিজ করে দিয়ে রবিবার এ রায় করে।
আদালতে ডেথ রেফারেন্সের পক্ষে শুনানিতে অংশ নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানিয়েছেন, পাঁচ আসামির মধ্যে পলাতক বেল্লাল হোসেন ছাড়া আসামি মুরাদ, ছগির ছগির ও আমীর হোসেন আপিল এবং আসামি তানভীর জেল আপিল করেছিলেন। গত সোমবার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষ করে আদালত রবিবার রায়ের জন্য রেখেছিল। সে অনুযায়ী ডেথ রেফারেন্স গ্রহণ ও আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে দিয়ে রবিবার রায়ের কার্যকরী অংশ (অপারেটিভ পার্ট) ঘোষণা করেহাইকোর্ট।
যাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে তারা হলেন-বরগুনার বেল্লাল হোসেন, আবু শাহাদাৎ তানভীর ওরফে মেহেদী হাসান, খুলনার মুরাদ হোসেন, ঢাকার ছগির হোসেন ও আমীর হোসেন। আসামি মুরাদ হোসেনের পক্ষে এসএম মাহবুবুল ইসলাম, আমীর হোসেন পক্ষে এম এম শাহজাহান, ছগির হোসেন পক্ষে আইনজীবী মো. কামাল শুনানি করেন। আর জেল আপিলকারী আসামি বেল্লাল হোসেন ও তানভীরের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আসাদুর রহমান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য পর্যালোচনা ও মামলার দালিলিক প্রমাণাদি বিবেচনায় নিয়ে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এখন আসামিরা এ রায়ের বিরুদ্ধে আপিল করলে সাজা কার্যকর করা আটকে যাবে।