মাওলানা নজরুল ইসলাম শিকদার এর দাফন সম্পন্ন

13

তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট জেলা শাখার সহ-সভাপতি এবং ইসলামী এক্যজোটের অন্যতম নেতা আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম শিকদার এর জানাযা সম্পন্ন হয়েছে। ১ জুন শনিবার সকাল ১১টায় শ্রীরামপুর ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল দারুছ ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সোবহানীঘাট সিলেটের অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলীর ইমামতিতে জানাযা নামাযে অংশগ্রহণ করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আলহাজ্ব আব্দুর রকীব এডভোকেট, বরায়া উত্তরভাগ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছবুর, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা খাজা মঈনুদ্দিন, মাওলানা হাফিজ জুবায়ের আনছারী, মাওলানা আব্দুর রহীম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা কাওছার মাহমুদ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা জায়দুল ইসলাম, এডভোকেট মামুনুর রশীদ চৌধুরী, এডভোকেট আহমদ উবায়দুর রহমান, সফিক উদ্দিন প্রমুখ।
নামাজে জানাযা শেষে তার কর্মস্থল তৈয়ব কামাল হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় মরদেহ নেওয়ার পর তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদরাসার সম্মুখ মাঠে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম শিকদার শুক্রবার বিকেল ৫টায় শ্রীরামপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।