স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের বিক্ষোভ মিছিল ॥ আঘাত যত কঠিন হবে প্রতিরোধ তত দুর্বার হবে

39

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান বলেন, আজকে সারাদেশে রক্তের বহর বইছে। শেখ হাসিনার অবৈধ সরকার গণতন্ত্র ও বাক স্বাধীনতা ধ্বংস করে প্রশাসনকে সাধারণ মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠ থেকে প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও সাধারণ মানুষকে খুন করার হুমকি দিচ্ছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা রাষ্ট্রের কর্মচারী নয় বরং তারা শেখ হাসিনার পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে। কিন্তু জনতা আজ জেগেছে। কোন হুমকি ধমকিতে কাজ হবে না। গণতন্ত্রের অভিষ্ট লক্ষ্যে তারা অবশ্যই পৌঁছাবে। গতকাল সোমবার বেলা ৪টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, তারেক রহমানের বাক স্বাধীনতা হরণের প্রতিবাদ ও সারাদেশে ২০ দলীয় জোটের চলমান অবরোধের সমর্থনে এবং নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
মিছিলটি রেজিস্ট্রি মাঠের সামনে থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখঘাট পয়েন্টে এসে সমাবেশ করে। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান এর সভাপতিত্বে ও ছাত্রনেতা লিটন কুমার দাশ নান্টুর পরিচালনায় অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহানগর ছাত্রদলের অন্যতম নেতা লিটন কুমার দাস নান্টু।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস সহিদ, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা দিপক রায়, আমিনুল হক বেলাল, আলতাফ হোসেন বিলাল, মিজানুর রহমান ডিপজল, রায়হাদ বক্স রাক্কু, আব্দুল হান্নান, খালেদুর রশীদ ঝলক, তছির আলী, আমিনুল ইসলাম সাজু, শামীম আহমদ লোকমান, জাবেদ আহমদ জীবন, দেওয়ান নিজাম খান, মল্লিক আহমদ, মফিজুর রহমান জুবেদ, দেলোয়ার হোসেন চৌধুরী, কামাল আহমেদ, শোয়েবুর রহমান খোকন, ফাহিম রহমান মওসুম, মিহিদুল হক, নুরুল আমিন, মিটু আহমেদ, তারাব আলী লিটন, এ.এইচ লিটন, সাদ্দাম হোসেন, রেজোয়ান উদ্দিন সুমন, সুমন আহমদ, হোসেন আহমদ, সাইফুল ইসলাম, জুয়েল হোসেন, কাওসার আহমদ, জুবের আহমদ, জাকারিয়া আহমেদ, ফরিদ আহমদ, মিছবা, মঈনুল ইসলাম, আব্দুল মুতাকাব্বির সাকি, ইমরান আহমদ, দেলোয়ার হোসেন, সুজন আহমেদ, ওমর ফারুক, রাসেল আহমদ, জুবের আহমদ, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন, শেখ সাহান, ছফিউল ইসলাম লোকমান, ফখরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি