সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৩ ফেব্র“য়ারি) বিকেলে নগরীর শাহী ঈদগাহ এলাকাস্থ খেলার মাঠে এই মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সাবেক সহ-সভাপতি হুরায়ুরা ইফতার হোসেন, পরিচালক মাসুদ জামান, মুহিতুল বারী, মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, রাজীব ভৌমিক, অজয় ধর। সিলেট বিভাগীয় পিপি ও সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মেট্রো চেম্বারের সচিব- মো. জাহাঙ্গীর হোসেন।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – আব্দুল গফ্ফার, জোমাদীন আহমদ, মঈনুল ইসলাম। মেলার স্বমন্বয়কারী আমীর হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম ইয়াহিয়া, আব্দুল আহাদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক আমিনুর রহমান পাপ্পু প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৬ষ্ঠ আর্ন্তজাতিক বাণিজ্য মেলার ভিত্তি প্রস্তর স্থাপন এর পূর্বে মোনাজাত পরিচালনা করেন মেলা প্রাঙ্গর মসজিদের মাওলানা নোমান আহমদ।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষে নগরীর শাহী ঈদগাহে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হবে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির আয়োজনে ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উক্ত মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি