খাদিমুল কুরআন পরিষদ সিলেট কর্তৃক আগামী ৫, ৬ ও ৭ ফেব্র“য়ারী সিলেট সরকারী আলীয়া মাদরাসা ময়দানে ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহকারে সিলেটের উলামায়ে কেরামদের সকল মতভেদ ভূলে গিয়ে একই মঞ্চে বসতে যাচ্ছেন খাদিমুল কুরআনের ব্যানারে।
গতকাল দরগাহ মাদ্্রাসার হল রুমে খাদিমুল কুরআন পরিষদের প্রস্তুতি সভায় আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি বলেন, কুরআন বিশ্ব মানবের জন্য অবতীর্ণ করা হয়েছে, কোন গোষ্ঠী দল বা সম্প্রদায়ের জন্য কুরআন নাজিল হয়নি। তাই কুরআনের মর্মকথা সকল মানুষের কাছে পৌঁছে দিতে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের এর যৌথ পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচরী, মাওলানা মখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলঅনা মশতাক আহমদ চৌধুরী, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মুফতী রশিদ আহমদ সহ অনেক উলামায়ে কেরাম।
সভায় তাফসীর মাহফিলকে সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটির কাজের বিবরণী উপস্থাপন করে আরো কয়েকটি কমিটি গঠন করা হয়।
সভায় দেশের শীর্ষ মুফাস্সিরিনগণ তাফসীর পেশ করবেন। প্রেস বিজ্ঞপ্তি