স্টাফ রিপোর্টার :
নগররি হকার্স মার্কেট এলাকায় অবৈধ পরিথিন সংরক্ষণের দায়ে ২ ব্যক্তিবে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৯’র ভ্রাম্যমান আদালত।
গত বুধবার দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সিলেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালক ও পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের ইশরাত জাহান পান্নাসহ কোতয়ালী থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।
উক্ত অভিযানে নগরীর হকার্স মার্কেট এলাকায় ১০ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন সংরক্ষণ করায় দায়ে মোঃ জুয়েল মিয়াকে নগদ ১ লক্ষ টাকা ও মোঃ আলমগীর হোসেনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে এবং জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়েছে।