এসো বন্ধু আমার বাড়ি

31

গোলাম আযম

দূর আকাশের চাঁদ তারাটা
কাছে এসে বলে,
এসো বন্ধু আমার বাড়ি
সময় তোমার হলে।

বসতে দেব পিড়িতে তোমায়
খেতে ধানের খই,
আসতে হলে এখানে বন্ধু
ইমানের লাগবে মই।

সোনা রুপার চামুচে খাবে
নেই কোন বৈরী,
কর্ণ নাসিকা ভাবেনি যা
আছে এমন তৈরী।

দ্বীনি কর্মে নিয়োজিত রাখ
নাযাত পেতে হলে,
তাগুদি পথ পরিহার করে
এখুনি এসো চলো।