জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার টিপরা খলা সীমান্ত থেকে ১৪০ বোতল ভারতীয় মদের চালান উদ্ধার করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ১০ জানুয়ারী (শুক্রবার) রাত সাড়ে ১০ টার দিকে টহল টিম মদের চালান উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায় ১৯ বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের প্লাটুন কামান্ডার নায়েক সুবেদার দুলোল হুদা ও ক্যাম্প কামান্ডার মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে টহল টিম শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার টিপরা খলা সীমান্ত থেকে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় ১৪০ বোতল অফিসার্স চয়েস মদ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মদ জব্দ করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসার পর এগুলো সিলেট সেক্টরে হস্তান্ত করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ভারতীয় মদ গুলো সিলেট সেক্টরে হস্তান্ত করা হয়েছে। মদের মালিক খুজে পাওয়া যায়নি, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে জৈন্তাপুরে ৮ বোতল নাম্বার-১ গঈ উড়বিষষ’ং ভারতীয় মদ ও ১ কে.জি ৮০০ গ্রাম গাঁজা সহ খুখ্যাত মাদক ব্যবসায়ী সাহেদ আহমেদ উরফে কালা মিয়া (৫৫) নামের একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু জুহাইরটুল গ্রামে তার নিজ ঘর থেকে মাদক সহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এস.আই আতিকুর রহমান রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে হেমু জুহাইরটুল গ্রামের সাহেদ আহমেদ উরফে কালা মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে নাম্বার-১ গঈ উড়বিষষ’ং ভারতীয় মদ ৮বোতল এবং ১ কে.জি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক সম্রাট উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু জুহাইরটুল গ্রামের মৃত হাছান মিয়ার ছেলে সাহেদ আহমেদ উরফে কালা মিয়া কে এ সময় আটক করে থানায় নিয়ে আসে। সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোর্স এর মাধ্যমে সংবাদ পেয়ে সাথে সাথে আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করে মদ ও গাজাসহ সাহেদ আহমদকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসি। আটককৃতকে ১১ই জানুয়ারী আদালতে সোপর্দ করা হয়েছে।