হেমন্তের রাণী

35

মোঃ ছিদ্দিকুর রহমান

হেমন্তের রাণী নিয়ে এলো
শীতল ঠান্ডা হাওয়া,
ধুম পড়েছে নতুন ধানের
পিঠাপুলি খাওয়া।

খেজুর গাছের গলে বাঁধা
মিষ্টি রসের হাড়ি,
হেমন্তের ঐ খেজুর রসে
মনটা নিল কাড়ি।

সবুজ ঘাসে শিশির পড়ে
বিন্দু বিন্দু কণা,
সূর্যের আলোয় হাসে যেন
ঝলমলে মুক্তার দানা।

শস্য শ্যামল মাঠে দোলে
ফোটে শরিষা ফুল,
হেমন্তকালে গাছে ঝুলে
টক মিষ্টি কুল।

হেমন্ত এলে টলমল করে
নদ নদীর-ই পানি,
প্রকৃতিরই সুভাষ ছড়াতে
এলো হেমন্তের রানী।