জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন

22
সুসামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৩নং ফেনারবাক ইউনিয়নের কামধরপুর গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করছেন সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

নিজাম নুর জামালগঞ্জ থেকে :
প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের কামধর পুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হয়। বুধবার বিকেলে ইউনিয়নের কামধরপুর বাজারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের নেতা রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীম শাহরিয়ার, সাবেক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আলী আমজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীনা রানী তালুকদার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. আব্দুল বাসেত, জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সদস্য শাহানা আল আজাদ, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ধর্মপাশা উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম পলাশ, কৃষক লীগের আহবায়ক শামসুল আলম,জেলা ছাত্রলীগের সাংগঠনিক মাহমুদুল হাসান তারেক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ফেনারবাক ইউনিয়নের কামধরপুর গ্রামে মোট ৩ শত ৪১ টি সংযোগ প্রদান করা হয়েছে যার ব্যয় প্রায় ১ কোটি ৮ লক্ষ ১৮ হাজার টাকা। তিনি আরও বলেন, সুনামগঞ্জ টু নেত্রকোণা পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হবে। যার নাম হবে শেখ হাসিনা উড়াল সেতু। অচিরেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ।