স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের এলিট ফোর্স ক্যারাইসেস রেসপোন্স টিম’র (সিআরটি) মেনটরশীপ প্রোগ্রাম শুরু হয়েছে। গত ৫ জানুয়ারী থেকে শুরু হয়ে এটি চলবে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত। এই টিমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন আমেরিকান মিস্টার জেমস ওডি ওদেল ও মিস্টার রিকি সিটি চেম্বার। মেনটরশীপ প্রোগ্রামটি সিলেট বিভাগের বিভিন্ন লোকেশনের অবসটাকলে অনুষ্ঠিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে নিজেকে খাপ খাওয়াতে হয় তার কৌশল শেখানো হয় এই ধরনের প্রশিক্ষণে।
এসএমপি’র প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ইউএসএ এর এটিএ এর অধীনে সিআরটির মেনটরশীপ প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। বর্তমানে ৩ জন টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) আহমেদ পেয়ার, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মেহেদী হাসান শাতিলসহ ৩২ জন পুলিশ সদস্যকে নিয়ে গঠিত এসএমপি এর এলিট ফোর্স সিআরটি এর নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আল মামুন।