বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ নাজমুল হক বলেছেন, সিলেট বিভাগের ডিজেল সংকট দূরীকরণে অবিলম্বে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেললাইনকে ডাবল লাইনে রূপান্তরিত করতে হবে। তা না হলে, জরুরী প্রয়োজনে সেবাদানকারী সরকারি মালিকানাধীন এ জ্বালানী পণ্যের সংকট প্রকট আকার ধারণ করবে। তিনি বলেন, আপাতত আশুগঞ্জ ডিপো থেকে ডেসপাচ-এর মাধ্যমে ডিজেল সংকটের সুরাহা করা গেলেও তা ব্যয়বহুল হয়ে যাবে। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল (১১ জানুয়ারি) শনিবার বিকেলে চন্ডিপুলস্থ একটি কনভেনশন হলে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। শাখা সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল’র সভাপতিত্বে এবং রেজওয়ানা চৌধুরী’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী এবং বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মানিক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ ও এম এ হামিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ তপন, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এহসানুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী, বরিশাল বিভাগীয় সভাপতি এনায়েত হোসেন খান, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি হুমায়ুন আহমদ, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন মুন্সি ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের বিভাগীয় নেতা এডভোকেট সিরাজুল হোসেন আহমদ আলমগীর। বিভাগীয় কমিটির পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ফয়জুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক (সুনামগঞ্জ), এনামুর রহমান রুবেল, আখতার ফারুক লিটন, সায়েম আহমদ, সৈয়দ সাইফুল আলম (মৌলভীবাজার), মনিরুল ইসলাম, জুবের আহমদ চৌধুরী, খান মোঃ ফরিদ উদ্দিন, নলিনী কান্ত রায় (হবিগঞ্জ), মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, এমাদ উদ্দিন খান, রিয়াদ উদ্দিন, রফিকুল ইসলাম রফিক, লোকমান আহমদ মাছুম, আব্দুল মুমিন, মাহবুবুর রহমান, জাভেদ হাসান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি সোহেল খন্দকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এসোসিয়েশনের অন্যতম নেতা নুরুল ওয়াছেহ আলতাফী। বিজ্ঞপ্তি