রাজনগরে দশম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

5

রাজনগর থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের রাজনগরে পিংকি রানী দাশ (১৬) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মৃত্যু নিয়ে বিভিন্ন কথা বলায় রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকায় চলছে বিভিন্ন আলোচনা।
পিংকি দাশ উপজেলার ফতেপুর ইউনিয়নের বিলবাড়ী গ্রামের মতিলাল দাশের কন্যা। সে বালাগঞ্জ ডি. এন. উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গা পূজার শেষ দিন (সোমবার) প্রতিমা বিসর্জনের সময় (বিকালে) উপজেলার ফতেপুর ইউনিয়নের বিলবাড়ী গ্রামের মতিলাল দাশের কন্যা বালাগঞ্জ ডি,এন,উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পিংকি দাশ অচেতন অবস্থায় পাশের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবার। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সরেজমিনে পিংকির মৃত্যু নিয়ে তার পরিবারের বিভিন্ন কথা বলছেন।
পিংকির পিতা মতিলাল দাশ প্রথমে সাংবাদিকদের জানান সে এমনিতেই মারা গেছে। ফাঁস বা বিষপান করেনি। বিমল কান্তি দাশ নামে পিংকির চাচাত ভাই পরিচয়ে একজন মতিলাল দাশকে ধমক দিয়ে সাংবাদিকদের বলেন, তিনি বাজারে ছিলেন, তাই কিছুই জানেন না। মেয়েটি ফাঁস লেগে আত্মহত্যা করেছে। এদিকে একটি সূত্র জানিয়ে জানিয়েছে, মৃত্যুর আগে জোরপূর্বক মেয়েটির শ্লীলতাহানির ঘটনা কয়ে থাকতে পারে। তাই সে লজ্জ্যায় আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ বলছে ময়না তদন্ত হলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিনয় চক্রবর্তী বলেন, মেয়েটির রাশ বালাগঞ্জ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।