সাংবাদিক আহমেদ নূরের ‘ওয়ান ইলেভেন : কারারুদ্ধ দিনগুলো’র প্রকাশনা অনুষ্ঠান আজ

24

cover-01.thumbnailস্বদেশ ও জীবনের এক বৈরী সময় ছিল। শৃঙ্খলিত হয়েছিলেন সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ সাংবাদিক আহমেদ নূর। ‘কারাগার’ নামের অবরুদ্ধ পরিসরে যাপন করেন স্থির বির্তনহীন ১৫০ দিনরাত্রি। তাঁর যাপিত জীবনে নিঃসঙ্গ বেদনার নাতিদীর্ঘ হাহাকার আচ্ছন্ন করেছিল সকলকে। সেই সময় যেন আবার মূর্ত হয়ে ওঠে একটি বইয়ের সূত্র ধরে। আহমেদ নূর-এর ওয়ান ইলেভেন : কারারুদ্ধ দিনগুলো বইয়ের প্রকাশ হয় এবারের একুশের বই মেলায়। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় আহমেদ নূরের মননশীল লেখনির ওয়ান ইলেভেন : কারারুদ্ধ দিনগুলো বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রধান আলোচক থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, বিশিষ্ট কবি কাজী রোজী, চাঁদের হাটের প্রতিষ্ঠাতা রফিকুল হক দাদু ভাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী বুলবুল মহলালবীশ ও জাতীয় কবিতা পরিষদের সভাপতিম-লীর সদস্য বিশিষ্ট কবি-ছড়াকার আসলাম সানী।
বইয়ের ‘প্রকাশনা উৎসব উদযাপন পর্ষদ’ আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল আজিজ ও সদস্য সচিব নিজাম উদ্দিন লস্কর অনুষ্ঠানে সকল শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি