জগন্নাথপুর-সিলেট সড়ক মেরামতের দাবিতে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম

13

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর-সিলেট সড়কের বেহাল দশার কারণে জন ভোগান্তি চরমে পৌঁছেছে। অবশেষে ভাঙাচোরা সড়ক মেরামতের দাবিতে আবারো ফুঁসে উঠেছেন জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। আগামী ১৫ দিনের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হিসেবে সড়ক মেরামত করতে হবে। তা না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সড়ক মেরামতের দাবিতে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছেন জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিম।
শ্রমিক নেতাদের সভায় তিনি এ আল্টিমেটাম দেন।
১৫ আগষ্ট শনিবার জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, সাধারণ সম্পাদক রেজন মিয়া, ট্রাক সমিতির সভাপতি ফয়জুন্নুর, সহ-সভাপতি আলীরাজ, কোষাধ্যক্ষ সাহেব আলী, মাইক্রোবাস সমিতির সভাপতি আলফু মিয়া, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, সিএনজি হেলিপ্যাড শাখার সভাপতি আবদুল মুকিত, পশ্চিমপাড় শাখার সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, হাসপাতাল পয়েন্ট শাখার সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শায়েক আহমদ, ভবেরবাজার শাখার সভাপতি জাহাঙ্গীর মিয়া, কলকলিয়া শাখার সভাপতি কবিরুল ইসলাম, রসুলগঞ্জ শাখার সভাপতি লাল মিয়া, সৈয়দপুর শাখার সভাপতি ফরুক মিয়া, রাণীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুহেল মিয়া, শ্রমিক নেতা জাহেদ আহমদ, দুলন মিয়া, ইকবাল হোসেন, ফকির আজিজ, নন্দলাল দেব, লিপ্টু দেব, সুমন মিয়া, শাহিন মিয়া প্রমুখ।