নবীগঞ্জে সরকারী জায়গায় ঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান

39

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
গত সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের আগনা গ্রামে হবিগঞ্জ জেলার নির্বাহী Pic 1ম্যাজিষ্ট্রেট কর্তৃক সরকারী জায়গাতে অবৈধ ভাবে নির্মিত টিনসেডের ঘর উচ্ছেদ করা হয়েছে। সূত্রে জানা যায়, উপজেলার আগনা গ্রামের আকল মিয়ার ছেলে জসিম উদ্দিন প্রায় ৩/৪ মাস পূর্বে তার বাড়ীর সামনে নবীগঞ্জ-কাজির বাজার সড়কের পাশে সরকারী জায়গার উপর একটি টিনসেডের ঘর নির্মাণ করে। এ ব্যাপারে একই গ্রামের আব্দুল কাইয়ুম বাদী হয়ে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি উচ্ছেদ মামলা দায়ের করেন। উচ্ছেদ মামলা নং ০৬/২০১৭। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুয়েল সাংমা একদল পুলিশ নিয়ে ওই জায়গাতে উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার অলি উল্লাহ, নবীগঞ্জ থানার এস আই সুজিত চক্রবর্তী, ইনাতগঞ্জ ভূমি অফিসের তফশিলদার আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ আদালতের ব্যঞ্চ সহকারী ইব্রাহিম খলিল। সরেজমিনে গিয়ে দেখা যায়, আগনা মৌজার ৩৩৮ নং দাগে যে জায়গাতে উচ্ছেদ অভিযান করা হয়েছে টিক সেই দাগেই একই পাশে রয়েছে নজরুল ইসলাম নামে এক লন্ডন প্রবাসীর বিলাস বহুল বাড়ির গেইট। এ সময় উপস্থিত লোকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে ওই গেইটটি ভাঙ্গার দাবী জানান। এ সময় ম্যাজিষ্ট্রেট জানান মামলা না থাকার কারনে কিছু করার নেই। এ সময় এলাকাবাসী ওই দাগের উপর গেইটসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।