নগরী ও শ্রীমঙ্গলে ড্রাম ভর্তি ৭৭০ লিটার বাংলা মদ উদ্ধার, গ্রেফতার ৫

5

স্টাফ রিপোর্টার :
নগরী ও শ্রীমঙ্গলে পৃথক অভিযান চালিয়ে ড্রাম ভর্তি ৭৭০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। এর মধ্যে গ্রেফতারকৃত ৫ জনের হেফাজত থেকে ১৭০ লিটার ও পরিত্যাক্ত অবস্থায় ৬০০ লিটার। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ও বিকেলে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পৃথক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-৯ মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদারের নেতৃত্বে সদর ক্যাম্পের একটি দল অভিযান চালায় নগরীর কাষ্টঘর এলাকায়। এ সময় ৬৫ লিটার চোলাই বাংলা মদসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, নগরীর ছড়ারপারের জাহাঙ্গীর মিয়ার কলোনীর বাসিন্দা ইসলাম উদ্দিন (৪২), ভার্থখলার মো. আইয়ুব আলী (৫০), মোমিনখলার মো. অমিত হাসান অমি (২১), টিভিগেইট, মিতালী পাড়ার মোঃ সাহাব উদ্দিন (৩৫)।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার তুহিন রেজা’র নেতৃত্বে ইসলামপুর ক্যাম্পের একটি দল লাক্কাতুড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৬০০ লিটার চোলাই বাংলা মদ উদ্ধার করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত মদ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।
অপরদিকে শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে র‌্যাব ১০৫ লিটার চোলাই বাংলা মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার বিকেলে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা’র নেতৃত্বে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল উপজেলার রাজঘাট গ্রামের ধীরেন সউরার বসত ঘরে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ধীরেন সউরা (৩৫) শ্রীমঙ্গল রাজঘাট চা বাগান সউরা বস্তির মাখন সউরার পুত্র। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।