কাজিরবাজার ডেস্ক :
সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকালে ওই হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ গোলাম মোস্তফা জানান, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী হাসাপাতালে এসে ১০ টাকা টিকিট কেটে চক্ষু পরীক্ষা করিয়েছেন। এটা প্রধানমন্ত্রীর নিয়মিত চেকআপ ছিল। স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কাজী দীন মোহাম্মদ নুরুল হক জানান, একদম সাধারণ রোগীর মতোই টিকিট কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চোখের চিকিৎসা নিয়েছেন। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যার চোখ ভাল আছে। হাসপাতালে চিকিৎসা গ্রহণকালে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ডাঃ কাজী দীন মোহাম্মদ নুরুল হক, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন। এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও দেশের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।