বৈষম্যহীন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু না করা পর্যন্ত ছাত্র মৈত্রী লড়াই চালিয়ে যাচ্ছে ———————– কাজী আব্দুল মোতালেব

44

বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা শাখার উদ্যোগে ৫ম জেলা সম্মেলন গত ২২ অক্টোবর শনিবার বিকাল টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ এর সঞ্চালনায় ৫ম জেলা সম্মেলনে উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কমরেড সিকান্দার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগরের সভাপতি ইয়াতুননেসা রুমা, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি স্বপন দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, যুব মৈত্রী সিলেট জেলার সভাপতি- আবদুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, নারী মুক্তি সিলেট জেলা সহ সভাপতি রিতা আক্তার সহ প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে সালেহ আহমেদকে সভাপতি, বিজয় করিম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, “শিক্ষার অধিকার আদায়ের লড়াই সংগ্রামের আপোষহীন সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সিলেট জেলা শাখার পঞ্চম সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব তৈরি হবে। সেই নেতৃত্বের দ্বারা সিলেট জেলায় ছাত্র মৈত্রীর দুর্গ গড়ে উঠবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ছাত্র সমাজ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তেমনি করে বর্তমানে ছাত্রসমাজ এক হয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রেক্ষাপট তৈরি করবে। দাবি জানানো হয়, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বিজ্ঞানভিত্তিক গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। একই সাথে তারা বলেন শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও দুর্নীতি দূরীকরণে ছাত্র সামনে থেকে নেতৃত্ব দেবে। অসংখ্য শহীদের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রীর পতাকা তলে এক হয়ে রাজপথে ছাত্র সমাজকে লড়াই করতে হবে। বিজ্ঞপ্তি