ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মৌলভী ইয়াকুব আলী হত্যা মামলার দু’আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গেলে আদালত মামলার এজাহারভুক্ত ১৩নং আসামী বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী খোজারপাড়া গ্রামের কমর উদ্দিনের পুত্র মুক্তার আলী ও ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের বদর উদ্দিনের পুত্র এজাহারভুক্ত ২৬ নং আসামী ওয়ারিছ উদ্দিনের জামিন না মঞ্জুর করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
মরহুম মৌলভী ইয়াকুব আলী ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিব নগর গ্রামের মরহুম খুরশীদ আলীর পুত্র। গত ৭ নভেম্বর প্রতিপক্ষের হামলায় মৌলভী ইয়াকুব আলী নিহত হন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আওলাদ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় একাধিক মানববন্ধন ও প্রতিববাদ সভা অনুষ্ঠতি হয়েছে। এ হত্যা মামলায় ২৩ জন আসামী জামিনে রয়েছেন এবং প্রধান আসামীসহ ১১ জন আসামী পলাতক রয়েছেন বলে জানা যায়।