বন্যার্তদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির খাবার বিতরণ ॥ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে

10

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ পৌরসভা, রিরশ্রী, বারহাল ও খলাছড়া এই তিনটি ইউনিয়নসহ পৌরসভার এলাকার বন্যার্তদের মধ্যে সোমবার ত্রাণ বিতরণ করা হয়। জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের আগে বক্তব্যকালে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হলে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই একে অন্যের প্রতি কর্তব্যপরায়ণ হয়ে দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে। শুধু সংগঠন কিংবা সরকারের একা কর্তব্য নয়, সবার দায়িত্ব রয়েছে। সকলের আর্থিক অবস্থান থেকে দায়িত্ববান নাগরিক হিসাবে অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়ানো উচিত।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলসহ জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাজী মো.আব্দুস সবুর, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক বিবি মরয়ুম (এনডিআরটি), ইউনিট অফিসার কাওছার আহমদ, আওয়ামীলীগ জকিগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, জকিগঞ্জ থানার এস.আই. মো. স¤্রাজ মিয়া, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগীয় উপ-প্রধান মো.রাসেল মিয়া, সদস্য মো.শহীদুল ইসলাম সুহাত, রাজু আহমদ, মুক্তাদির জামান, বীনা পানি দাস, ফারজানা আক্তার‘সহ প্রত্যেক ইউপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি