গোলাপগঞ্জে খুন হওয়া ব্যবসায়ী দিপুর জানাযা সম্পন্ন, মামলা দায়ের

42

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জে তরুণ টেলিকম ব্যবসায়ী তোফায়েল আহমদ দিপু (১৯) এর জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর টায় উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় পুরান বাজার শাহী ঈদগাহে জানাযা অনুষ্ঠিত হয়। নিহত দিপুর জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে। সকালে সিলেট হিমঘর থেকে নিহত দিপুর কফিনবন্দী লাশ গ্রামের বাড়ীতে পৌঁছলে তাকে একনজর দেখার জন্য শতশত লোক ভীড় করেন। লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় দিপুকে এমনটাই ধারণা পুলিশের। পুলিশ জানিয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে আসলেই খুনের সকল রহস্য খোলাসা হবে। বুধবার রাতে নিহত দিপুর মা সালমা বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১০। মামলায় দিপুর আপন চাচা অপুল মিয়া (৪৫) কে প্রধান আসামী এবং চাচাতো ভাই অনিক আহমদ (২০) কে ২ নং আসামী ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করা হয়। এ ঘটনায় আটককৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক আটককৃত আপন চাচা অপুল মিয়ার ঘর থেকে তার রক্তমাখা শার্ট, লুঙ্গি ও হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করেছে পুলিশ। আপন চাচা কর্তৃক পূর্ব শত্র“তার জেরে তোফায়েল খুন হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার শিবলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আপন চাচা ও তার ছেলে কর্তৃক এ হত্যাকান্ড হয়েছে। তাদের ঘর থেকে রক্তমাখা শার্ট ও লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ, যা ঘটনা দিন আসামী পরিহিত ছিল। এছাড়া যে রড দিয়ে তোফায়েলকে হত্যা করা হয়, সেই রড নিহতের চাচার বলে জানা গেছে। আটককৃত লায়েক আহমদের এ ঘটনার সাথে কোন সংশ্লিষ্টতা না থাকায় তাকে জবানবন্দি নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য গত বরিবার নিহত দিপু রবিবার প্রতিদিনের মত দোকানের উদ্দেশ্য বাড়ী থেকে বের হয়। আর বাড়ী ফিরেনি। সোমবার সকালে বাড়ীর প্রায় ৫শ গজ দূরের দীঘির পারে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এক গরু রাখাল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। লাশ উদ্ধারের সময় পুলিশ দিপুর আপন চাচাতো ভাই অনিক আহমদ (২৩) ও একই গ্রামের দিপুর বন্ধু লায়েক আহমদ (২৪) কে সন্দেহজনক ভাবে আটক করে। তাদের অনেক জিজ্ঞাসাবাদ শেষে অনিকের বাবা অপুল মিয়াকে বিভিন্ন আলামতসহ আটক করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী গ্রামের ছানি নামে আরো একজনকে আটক করেছে পুলিশ।