গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ ৬ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই যীশু দত্ত, এসআই মতিউর রহমান, এসআই রাজিব রায় সঙ্গিয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জাফলংয়ের রহমতপুর এলাকার আলা উদ্দিনের দোকান ঘরের পিছনের রুমে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন উপজেলার শান্তিনগড় গ্রামের হায়দার আলীর ছেলে সুজন মিয়া, কালিনগড় গ্রামের তরমুজ আলীর ছেলে জয়নাল আবেদিন, জহির আলীর ছেলে নুরে আলম, মুসলিম নগড় গ্রামের সামাদের ছেলে হেলাল মিয়া, শান্তিনগড় গ্রামের মহরম আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন ও মোহাম্মদপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে রাসেল আহেমদ।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ ৬ জুয়াড়িকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন মাদক ও জুয়া বন্ধে গোয়াইনঘাট থানা পুলিশ জিরো টলারেন্সে। মাদক ও জুয়া বন্ধে গোয়াইনঘাট থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।