স্পোর্টস ডেস্ক :
ফ্রি ট্রান্সফার সুবিধায় ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে এক বছরের জন্য দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের দল ব্রাইটন ও হোভ আলবিয়ন। ক্লাব সূত্র গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।
গত মৌসুমে শীর্ষ লিগ থেকে রেলিগেটেড হয়ে যাবার পর ওয়াটফোর্ড ২৯ বছর বয়সী ওয়েলবেককে ছেড়ে দেয়। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালেও খেলেছেন। যদিও ইনজুরির কারনে তার ক্যারিয়ার বেশ কয়েকবারই ক্ষতিগ্রস্থ হয়েছে।
আন্তর্জাতিক ও ঘরোয়া ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবার পরে কোন ক্লাবের সাথে চুক্তি না থাকায় যেকোন সময়ই নতুন ক্লাবে যোগ দেবার এখতিয়ার ছিল ওয়েলবেকের। ব্রাইটন ম্যানেজার গ্র্যাহাম পটার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ড্যানিকে পেয়ে দারুন উচ্ছসিত। তাকে পেয়ে আমাদের বর্তমান আক্রমনভাগ আরো শক্তিশালী হবে। নি:সন্দেহে তার অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের কাজে লাগবে। টেকনিক্যালিও সে একজন উঁচু মানের খেলোয়াড়।’
ইংল্যান্ডের হয়ে ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়েলবেক ১৬টি গোল করেছেন। কিন্তু ইনজুরির কারনে ২০১৮ সালের পর থেকে আর ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি।