ব্র্যাক পরিচালিত স্কুলের অভিভাবকদের নিয়ে সমাবেশে বক্তারা ॥ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে সহিংসতা প্রতিরোধ করা সম্ভব

17

সিলেটে ব্র্যাক পরিচালিত স্কুলের অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানী এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর আখালিয়া নতুনবাজার সিলেট উদয়ন স্কুলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হন।
ব্র্যাকের টেকনিক্যাল ম্যানেজার মোঃ মহসিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সিলেট উদয়ন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের সকল ক্ষেত্রে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীদের আগামীতে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে সকল ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। আকাশ সংস্কৃতি যাতে পরিবারের জন্য ক্ষতির কারণ না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে মা বাবাদের অনুরোধ জানান তিনি।
অভিভাবক সমাবেশে আরো বক্তব্য দেন সাংবাদিক খালেদ আহমদ, ব্র্যাকের এস এস তাসলিমা ইয়াসমিন ও টেকনিক্যাল ম্যানেজার আব্দুল বাতেন। এ সময় উপস্থিত ছিলেন, আনিসুর রহমান, সংকর চন্দ্র সরকার, সালমা আক্তার, খাদিজা আক্তার, অর্নি দাস, নিজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি