তালুকদার হুমায়ুন কবির
তোমাকে আমি কথা দিয়ছিলাম করব সম্রাঙ্গী
তুমি আমায় বলেছিলে হবে আমার সম্রাঙ্গী।
তুমি আমার হাসির রাজ্যের রাণী হবে
তুমি আমার আনন্দের শিরমণি হবে
তুমি আমার পরাণ গহীন কোটরের মণি হবে
তুমি আমার অঙ্গের অঙ্গাবরণ হবে।
আমি হাসির আয়োজন করেছিলাম ভুবনে
আনন্দ মেলার আয়োজন করেছিলাম মনে।
আমি সাজায়ে ছিলাম ফুলের বাসর
প্রেম নদীতে তুলেছিলাম লহর।
পাখি, ফুল, ও ভ্রমরের সাথে বলেছিলাম কথা
তোমাকে নিয়ে তাদের সাথে হব অতনু যথা।
চাঁদের সাথে করেছিলাম চুক্তি দিবে জোছনা
রাত বলেছিল দিবে তোমায় উষ্ণ সংবর্ধনা।
মেঘ বলেছিল পানি দিয়ে ভরে দিবে নদী
ঝি-ঝি পোকা বলেছিল গান গাবে নিরবধি।
সবাইকে বলেছিলাম,বিলের পানিতে নৌকায়
শালুক পাতার উপরে খুব শক্ত ডগায়
জলের উপরে,জোছনার আলোয় নরম ভাদর
অমন অবস্থায় হবে আমাদের সুখের বাসর।
সবাই এসেছিল,করেছিল আমায় উদাসী
কিন্তু শুধু তুমি এলে না ওগো প্রিয়সী।
সবার সামনে আমার মাথা যায় লুটায়
যা ইচ্ছা কর প্রিয়সী যদি তব কুলায়।