কমলগঞ্জে ছাইয়াখালি হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা

5

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
কমলগঞ্জে ছাইয়াখালি হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার রামপুরস্থ সমিতির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। সমিতির সভাপতি মেসতাক হোসেন শাহীন এর সভাপতিত্বে ও সহসভাপতি নাজমুল হাসান মিঠুর সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সম্পাদক মো. ওয়াকিল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা উপ সহকারী প্রকোশলী মো. আব্দুল রাকিব, সমিতির কোষাধ্যক্ষ ছুরাব মিয়া, সদস্য ইব্রাহীম আহমদ মোহাম্মদ আব্দুহু, রেজাউল খলিল তরফদার, খন্দকার রফিক মাহমুদ, এলজিইডির সাধারণ ফ্যাসিলিটর জজশাহী ইউ মারমার, বিনয় ত্রিপুরা প্রমুখ।
ছাইয়াখালি হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বৃক্ষরোপণ, সুইস গেইট নির্মাণ, ধলাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ পুননির্মাণ ও জালাইছড়া খাল খননসহ বিভিন্ন কার্যক্রম করেছে। ফলে এই অঞ্চলের কৃষকরা তাদের ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারছেন।
আগামীতে ১৪ কিলোমিটার খাল খনন, ১টি থ্রি বেন্ড রেগুলেটর সুইস গেইট, সাড়ে ৭ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুননির্মাণ করা হলে সমিতির কার্যক্রম বাস্তবায়নে আরো সুদৃঢ় করা সম্ভব হবে বলে সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান।
পরে সমিতির সদস্যদের সনদপত্র প্রদান করা হয়।