আব্দুর রাজ্জাক :
ঐ যে দেখো চাঁদ উঠেছে
হাজার তারার ভিড়ে,
এদিক সেদিক হেলে দুলে
নড়ছে ধীরে ধীরে।
মেঘ গুলোও উড়ছে দেখি
চাঁদের আলো দেখে,
রং বাহারি তারা গুলো
ছুটছে আলো মেখে।
তাইনা দেখে চাঁদের বুড়ি
ভেল ভেলিয়ে হাসে,
চোখ ইশারাই মুচকি হেঁসে
ডাকে তারই পাশে।