গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম। বুধবার বিকেলে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কয়েকটি বন্যা কবলিত এলাকা তিনি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন প্রমুখ।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন গোয়াইনঘাটের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি। ইতিমধ্যে আমরা ২৭ মে.টন চাল বিতরণ করেছি। এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য যা যা দরকার সরকারের কাছে আমরা তথ্য পাঠিয়েছি। আমাদের চাহিদা মত তা প্রেরণ করেছি। এবং এখানে কারো কোন ভয় পাওয়ার কিছু নেই। পুনর্বাসনের জন্য যা যা দরকার সেটা সরকার করবে।