শাহীন রায়হান :
না ডাকে না কিচিরমিচির
বাবুই চড়ুই ময়না
মনভোলানো সবুজ টিয়া
এখন কথা কয় না।
বিলে ঝিলে সারস পাখি
না করে না ডাকাডাকি
দিনদুপুরে দেয় না হানা
হাটবাজারে কাকে
না দেখি না বুলবুলিটা
সবুজ পাতার ফাঁকে।
নেই পরিবেশ বনবনানী
পাখির অনুকূলে
নানান রকম অত্যাচারে
চড়ছে ওরা শূলে।
গড়তে হলে দেশকে
ঢাকতে হবে সবুজ দিয়ে
পাখির পরিবেশকে।
ভুলতে হবে সব অনাচার
খুলতে পাখি ডোর
কিচিরমিচির পাখির ডাকে
তবে হবে ভোর।