মানুষ জেগে না উঠলে নদীকে বাঁচানো সম্ভব নয় – শরীফ জামিল

9
জৈন্তাপুরে জাগো মানুষ জাগো শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
আমাদের দেশে ছোট-বড় প্রতিটি নদীর রয়েছে আলাদা বৈশিষ্ট্য। নদীর সাথে জড়িত আছে অগণিত মানুষের জীবন-জীবিকা। প্রাণ, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের অস্তিত্ব পুরোপুরি নদীর উপর নির্ভরশীল। নদী রক্ষায় দেশে অনেক আইন রয়েছে। তাই নদী বাঁচাতে শুধু আইন নয়, জনগণের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তাই মানুষ জেগে না উঠলে কোন ভাবেই নদীকে বাঁচানো সম্ভব নয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল ’জাগো মানুষ জাগো’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার সারী নদীর তীরে ’সারী নদী বাঁচাও আন্দোলন’ এ সমাবেশের আয়োজন করে। সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল-হাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক মনোজ কুমার সেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল করিম কিম, খুয়াই রিভার ওয়াটার কিপার ও বাপা’ হবিগঞ্জের সাধারন সম্পাদক তোফাজ্জেল সোহেল, ফকির সোহেল, জাকির হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ গোলাম সরওয়ার বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, বিশিষ্ট বালু ব্যবসায়ি মাওলানা আব্দুস সোবহান, ফটোসাংবাদিক হোসেন মিয়া, সাংবাদিক শোয়েব উদ্দিন প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুর আহমদ, শ্রমিকনেতা মাসুক আহমেদ, আব্দুস সালাম, ব্যবসায়ী শরীফ আহমদ, আব্দুল্লা আল জুবের, কুতুব উদ্দিন, আব্দুর রহমান, বেলাল আহমদ প্রমুখ।