সিলেটে এডাব কার্যক্রমের মূল্যায়ন সম্পন্ন

4
সিলেটে এডাবের মূল্যায়ন সভায় উপস্থিত অতিথিরা।

সিলেটে বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেল্পমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব এর বিগত তিন বছরের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হয়ে দুইদিন ব্যাপী এ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন রিসার্স এন্ড ডেভেল্পমেন্ট কালেকটিভ-আর ডি সি নামাক একটি সুনামধন্য প্রতিষ্ঠান।
এডাব সিলেট জেলার সকল সদস্য, সরকারী কর্মকর্তা, সূশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়া ও ইলেট্রনিক মিডিয়া পার্সন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ঈমাম, শিক্ষক, এডভোকেট, সাংস্ক্রতিক ব্যাক্তি, এনজিও প্রধান, এনজিও কর্মী, নারী নেত্রী ও ব্যবসায়ী সমিতির সভাপতি এ মূল্যায়ন কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন করে। জান্নাত ই ফেরদৌসী লাকীর নেতৃত্বে ৫ সদস্যের এ মূল্যায়ন টীম এফজিডি ও সরাসরি প্রশ্ন-উত্তর এর মাধ্যমে সফল ভাবে মূল্যায়ন কার্যক্রম শেষ করেন। এডাব এর পক্ষ থেকে মূল্যায়ন কার্যক্রমে সহায়তা করেন, কাজী মো: আবুল কালাম আজাদ, সদস্য এডাব কার্যনির্বাহী পরিষদ, এডাব সিলেট জেলা শাখা সভাপতি এটিএম বদরুল ইসলাম ও এডাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার। কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো: বাবুল আখতার, বিভাগীয় সমন্বয়কারী, এডাব সিলেট বিভাগ। বিজ্ঞপ্তি