দক্ষিণ সুরমায় প্রাচীনতম ইসলামি বিদ্যানিকেতন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন আজ ২৫ ডিসেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইতিমধ্যে মহাসম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দস্তারবন্দি মহাসম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে অতিথিরা সিলেট এসে পৌঁছেছেন। আজ বুধবার বাদ মাগরিব বয়ান পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও ঢাকা মহানগরের আমীর আল্লামা নুর হোসাইন ক্বাসেমী, বাদ এশা হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাহফিলের ৩য় দিন শুক্রবার বাদ জুমআ হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফি বয়ান পেশ করবেন। ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে রেঙ্গা মাদ্রাসা মাঠে অবতরণ করবেন। দস্তারবন্দি মহাসম্মেলনের প্রচার কমিটির সদস্য মাওলানা মতিউর রহমান এ তথ্য জানান।
মহাসম্মেলনে সফলে সর্বস্তরের প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়াসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন সম্মেলন ইন্তেজামিয়া কমিটির সভাপতি মাওলানা মুহিউল ইসলাম বুরহান ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি