২৭-২৮ ডিসেম্বর সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা

12

স্টাফ রিপোর্টার :
আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল রবিবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এমনটিই জানিয়েছে আওহাওয়া অধিদপ্তর।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবু সাইদ বলেছেন, সিলেটের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামলে তখন শৈত্যপ্রবাহ হয়। সিলেটে শনিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯০ এর উপর। তাই শীত বেশি অনুভূত হয়েছে বলে জানান তিনি। প্রায় কাছাকাছি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গতকাল রবিবার শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী ২৭-২৮ তারিখ নাগাদ সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবু সাইদ।