সিলেট কারগিরি প্রশিক্ষণ কেন্দ্রে চাঞ্চল্যকর তানভির হোসনে তুহিন হত্যা মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোগলাবাজার থানার এসআই দীপন চন্দ্র সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। ডিবির ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম জানান, ঊর্ধ্বতনদের নির্দেশে মামলাটি ডিবিতে এসেছে। গত শনিবার আমি মামলার ডকেট সমঝে নিয়েছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান নির্ণয়ের চেষ্টা চলছে। চলতি বছরের ২৪ জুলাই প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে জুতা চুরির প্রতিবাদ করায় দুর্বৃত্তরা লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে তুহিনকে। হত্যাকান্ডের এই ঘটনায় নিহতের চাচা নাজিম উদ্দিন বাদি হয়ে ১০ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। তুহিন গোলাপগঞ্জ উপজেলার পলিতাফর গ্রামের মানিক মিয়ার একমাত্র ছেলে। (খবর সংবাদদাতার)