আ’লীগ ও বিএনপি’র ইশতেহার ঘোষণা আজ

190

কাজিরবাজার ডেস্ক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।
আজ মঙ্গলবার একই দিনে একঘণ্টার ব্যবধানে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিন সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
অপরদিকে মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারের স্লোগান নির্ধারণ করা হয়েছে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ”। এবারের ইশতেহারে সরকারের গত দুই মেয়াদের সাফল্য তুলে ধরে আগামীর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এতে ২০২১, ২০৩০, ২০৪০, ২০৭১ এবং ২১০০ এরকম কয়েকটি ধাপে বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে তার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
এবারের ইশতেহারের অন্যতম দিক বদ্বীপ বা ডেল্টা পরিকল্পনা, ব্লু ইকোনোমি ও তরুণদের জন্য বিশেষ পরিকল্পনা। ডেল্টা প্ল্যানে আগামী ২১০০ সালে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এবারের ইশতেহার কমিটির আহ্বায়ক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইশতেহার তৈরি করেছেন।
আওয়ামী লীগ নেতারা বলছেন, এই ইশতেহার হবে সমৃদ্ধশালী বাংলাদেশের রোডম্যাপ।
অন্যদিকে বিএনপি দলীয় প্রধান খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এর আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করেছে দলটি। ‘এগিয়ে যাব একসাথে, ভোট দেব ধানের শীষে’-স্লোগানকে সামনে রেখে নির্বাচন উপলক্ষে দলটির ইশতেহার তৈরি করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারের প্রতিশ্রুতির সঙ্গে বিএনপির ইশতেহারে অনেক বিষয়েই মিল থাকবে বলেও জানা গেছে।
বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’ শিরোনামে যে খসড়া পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরা হয়েছিল, সেটির অবলম্বনে বিএনপির নির্বাচনি ইশতেহার তৈরি করা হয়েছে। এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের ভোটার টানতে তাদের বিভিন্ন চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের সাম্প্রতিককালের দাবি কোটা সংস্কার করা, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া বেকারদের জন্য বেকার ভাতা, প্রতিহিংসামূলক রাজনীতির অবসানসহ বিভিন্ন বিষয় থাকবে বিএনপির ইশতেহারে।