বাংলাদেশ বেতার এর পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) ড. মির শাহ আলম বলেছেন, বাংলাদেশ বেতার উন্নয়ন অগ্রযাত্রার কথা বলে। বেতার দেশের মানুষের সুখ-দুঃখের অংশীদার। যা মুক্তিযুদ্ধকালিন সময়ে মানুষের মনে প্রেরণা যুগিয়েছিল। তাই উন্নয়ন অগ্রগতির সহায়ক বেতারকে আরো জনবান্ধব করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমাস্থ লেইছ সুপার মার্কেটে কীনব্রীজ বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
কীনব্রীজ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শফিক আহমদ শফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন মামুন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি আলমগীর কবির ছালেক, জমির উদ্দিন টিুট, সহ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, প্রচার সম্পাদক শরীফ আহমদ, সদস্য তানভীর আহমদ বিপ্লব প্রমুখ। বিজ্ঞপ্তি