সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না করতে দক্ষিণ সুরমার বরইকান্দির পীরোজপুরে সভা

21
সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না করতে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে পীরোজপুরে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।

সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না করতে দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে পীরোজপুরে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর ওয়াডের্র মেম্বার মোঃ জাবেদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিলেটের ঐতিহ্যবাহী বরইকান্দি ইউনিয়নের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড এলাকা ইতোপূর্বে জনসাধারণের মতের বিরুদ্ধে জোর করে সিটির আওতাভুক্ত করা হয়েছে। সে বছর নির্বাচনে উক্ত ৩ ওয়ার্ডবাসী একটি ভোটও দিতে যায়নি। বরইকান্দি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা অধিগ্রহণ করে এ ইউনিয়নটিকে ধ্বংসের দিকে নেওয়া হয়েছে। এখন আবার সিটি মেয়র সাহেব পাঁয়তারা শুরু করেছেন বরইকান্দির আরো কিছু মৌজা নিয়েনিতে। তা কখনও ইউনিয়নবাসী মেনে নেবে না। ঐতিহ্যের এ ইউনিয়নবাসী প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
সভায় বক্তব্য রাখেন ৪, ৫ ও নং ওয়াডের্র সংরক্ষিত সদস্য হুসনে আরা বেগম, বিশিষ্ট মুরব্বী হাজী মোহাম্মদ আলী, মনির মিয়া, জুনাব উদ্দিন, বাদল দে, শাহিদ আলী, জাহিদ খান, মাহবুব মিয়া, আল আমিন, আলি, কাউসার, হেলিম মিয়া, শাহিন আহমদ, সাকেল আহমদ, আনিছ মিয়া, কামাল আহমদ, জনি মিয়া, মাওলানা তুহিন আহমদ, রোমন মিয়া, শফিক মিয়া, সেলিম মিয়া, সাগর রায়, তারেক আহমদ, দিপু দাস বিজয়, দিলীপ বিশ্বাস, মোঃ রাপি, পাপ্পু, মোঃ নাদিম, গোবিন্দ পাল, মানিক মিয়া, সোহেল মিয়া, রাজু আহমদ, সাগর চন্দ্র দে, জামাল আহমদ, মুছা মিয়া, আলাউদ্দিন, ইরান আহমদ, সাইদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি