স্বাধীনতার সুখ

62

রামপ্রসাদ সূত্রধর

স্বাধীনতা তুমি আমার জন্মভূমি
উদাস বনের পাখি।
সর্বসময় অন্তরে সংকল্প গভীরে
স্বাধীনতা ধরে রাখি।

রক্তক্ষয়ী প্রতিদান বিজয়ী প্রাণ
অমর তৃপ্তি স্বাধীনতা।
অশ্রুসজল চোখে সু-বল বুকে
মানুষের স্বপ্ন গাঁথা।

মুক্ত বাতাস মুক্ত আকাশ
রিক্ত হৃদয় ভরে।
কোথায় যাবে কোথায় রবে
মাটির খাঁচা ছেড়ে।

শান্তি সমর শান্তি অমর
মুক্ত মনের হাসি।
স্বাধীনতার সুখ অপার ভোগ
সুখ সাগরে ভাসি।

স্বাধীনতার জন্য জীবন ধন্য
অটুট থাকুক স্বাধীন।
ধুয়ে যাক মুছে যাক গ্লানি
আসুক ফিরে সুদিন।