পেঁয়াজের দাম কমাতে হবে – বাম গণতান্ত্রিক জোট

14

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটির এক সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৭টায় আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, খায়রুল হাছান, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, সুশান্ত সিনহা সুমন, প্রণব জ্যোতি পাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একদিকে উন্নয়নের ঢামাঢোল অন্যদিকে দুর্নীতি-লুটপাট। মানুষের দুর্দশার শেষ নেই। সিন্ডিকেট কারসাজিতে পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি। এতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে। সরকার পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।
সভায় পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবুদ্ধির প্রতিবাদে আগামী ১৯নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি