শীত এলো রে

36

জিল্লুর রহমান পাটোয়ারী

শীত এলো রে খুকির গাঁয়ে,
হরেক রকম সাজ –
ঢাক ঢোলের বাজনা বাজে,
ঐ আসছে আজ।
শীতের ভয়ে কাঁপছে খুকি,
হাঁপাচ্ছে তার ভয়ে –
গরম কাপড় নাই যে খুকির,
শীত কেমর সহে।
শীতের জ্বালা বড় জ্বালা,
এলো খুকির ঘরে –
দুখি খুকির দুঃখটা তার,
সহে কেমন করে।
শীত বোঝেনা গরীব ধনী,
বছরে ঘুরে আসে –
বেকুব শীতের কাণ্ড দেখো
খুকির দেখে হাসে।