দুখী
ভুলে যেতে পারিনি আমিও।
ব্যথার জোয়ার চলছে দিনরাত,
বুক জুড়ে প্রেমিক আত্মার আর্তচিৎকার
যদিও কথা, হাসি, আড্ডার সেই লাল-নীল দিনগুলি
রংহীন বিবর্ণ ডায়েরিতে বন্দী করিনি কখনও
কখনও মনে হয় নি তোমাকে বিরহ বাসরে বসাবো
অশ্র“র ঝরে পড়া নিঃশব্দে পুরোনো আমিকে খোঁজার বিন্দু মাত্র প্রয়াস ছিল না আমার।
অথচ আজ তুমিহীন নিঃসঙ্গতা বারবার নিয়ে যায় কল্পরাজ্যে
ধোঁয়াশায় ভরে যায় পৃথিবী
ভীষণ অন্যরকম হয়ে যাই আমি, ভীষণ অন্যরকম।
জানি তুমিও ভীষণ অন্যরকম হয়ে যাও
চোখ ফেটে তোমারও বেরিয়ে আসে জল
সেই মানুষটার ভীড়ে আমাকেও খুঁজতে চেষ্টা করো নির্বিকায়
শরীরের তাপে আমার নামেই বজ্র নেমে আসে তোমার হৃদয়ে
অথচ সেই তুমি জানো পোড়া হৃদয়ে প্রেম জাগাতে নেই।